thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

হাসপাতালে কেজরিওয়াল

২০১৪ জানুয়ারি ২২ ১৩:১৯:৪৯
হাসপাতালে কেজরিওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : প্রচণ্ড জ্বর ও ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহার ও দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের কাছে হস্তান্তরের দাবিতে বিক্ষোভের সময় দিল্লির রাজপথে শীতের মধ্যে রাত কাটানোর ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বুধবার সকালে গাজিয়াবাদের কাছে এক হাসপাতালে ভর্তি হন কেজরিওয়াল।

৪৫ বছর বসয়ী কেজরিওয়াল ডায়বেটিকসেও ভুগছেন। বিক্ষোভ চলাকালে চিকিৎসকরা তাকে ইনসুলিনও দিয়ে গেছেন।

দিল্লির লে. গর্ভনর অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ‘বাধ্যতামূলক’ ছুটিতে পাঠানোর ঘোষণা দিলে মঙ্গলবার সন্ধ্যায় কেজরিওয়াল বিক্ষোভ কর্মসূচি বন্ধের ঘোষণা দেন।

এ দিকে দিল্লির প্রাণকেন্দ্র রেল ভবনের সামনে ৩৩ ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করায় এএপির সমর্থকদের বিরুদ্ধে এফআরআই দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে, ওই এফআরআই-এ কারো নাম উল্লেখ করা হয়নি। সূত্র : এনডিটিভি

(দ্য রিপোর্ট/এইচএসএম/এএল/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর