thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

যুক্তরাষ্ট্রে ফের ভারি তুষারপাত

২০১৪ জানুয়ারি ২২ ১৩:৪৮:৩৭
যুক্তরাষ্ট্রে ফের ভারি তুষারপাত

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে এ বছর দ্বিতীয়বারের মতো ভারি তুষারপাত হচ্ছে। সেখানকার রাস্তাঘাটে ১২ ইঞ্চি তুষার জমে গেছে। ওই অঞ্চলে শীতকালীন ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

তুষারপাত শুরু হওয়ার আগেই পূর্বসতর্কতা হিসেবে ওয়াশিংটনে অবস্থিত মার্কিন সরকারের কার্যালয় ও বিভিন্ন অঙ্গরাজ্যের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তিন হাজার ফ্লাইট এরইমধ্যে বাতিল করা হয়েছে। রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে।

তুষারপাতের কারণে ম্যাসাচুসেটস থেকে কেন্টাকি পর্যন্ত এক হাজার মাইল রাস্তা বিপজ্জনক হয়ে ওঠেছে। সেখানে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

ওয়াশিংটনে গত তিনবছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুষারপাতের কারণে মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ওবামার বৈঠকও। তবে খোলা রয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত।

জানুয়ারি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে মেরু অঞ্চল থেকে সৃষ্ট শৈত্যপ্রবাহের কারণে ভারি তুষারপাত হয়েছিল। যুক্তরাষ্ট্রের তাপমাত্রা রেকর্ড পরিমানে কমে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের মাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর