thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বাংলাদেশি আটক

২০১৪ জানুয়ারি ২২ ১৩:৫০:৩৬
ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বাংলাদেশি আটক

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যাওয়ার সময় বাংলাদেশি রাখাল জাকির হোসেনকে (২২) আটক করে বিএসএফ। বুধবার ভোর ৫টার দিকে ৬১/১৬ আর পিলার এর পাশ দিয়ে ভারতে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে।

ঝিনাইদহ মহেশপুরের বিজিবি কুসুমপুর ক্যাম্পের সুবেদার আব্দুল কাদের জানান, কুসুমপুর সীমান্ত দিয়ে রাখাল জাকির হোসেন গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য নোনাগঞ্জ কোম্পানি কমান্ডারের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরএইচ/এফএস/এমসি/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর