thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিএনপির ৫ নেতার জামিন নামঞ্জুর

২০১৪ জানুয়ারি ২২ ১৪:৫৬:৪১
বিএনপির ৫ নেতার জামিন নামঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : হেফাজতে ইসলামের ডাকা কর্মসূচিতে পুলিশের কাজে বাধা, অগ্নিসংযোগ ও পুলিশ কনস্টেবল হ্ত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রমনা থানার অপর মামলায় খন্দকার মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার মহানগর দায়রা জজ আদালত হাকিম জহিরুল হক এ আদেশ দেন। তাদের জামিনের জন্য এডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতের কাছে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে মতিঝিলের পৃথক ২ মামলায় এবং অপর এক মামলায় জামিন নামঞ্জুর করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/এএল/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর