thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

বাস্কেটবল খেলোয়াড় মিশেল!

২০১৪ জানুয়ারি ২২ ১৬:১০:০৪
বাস্কেটবল খেলোয়াড় মিশেল!

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই শুধু বাস্কেটবলের ভক্ত নন, হোয়াইট হাউসে আরেকজন বাস্কেটবল ভক্তের দেখা মিলল। তিনি আর কেউ নন, ফার্স্ট লেডি মিশেল ওবামা।

হোয়াইট হাউসের মধ্যেই বাস্কেটবল দল মিয়ামি হিটের সঙ্গে বাস্কেটবল খেলায় অংশ নেন তিনি। এর প্রথমবারের চেষ্টাতেই বল জালে ফেলতে সক্ষম হন মার্কিন ফার্স্ট লেডি!

কিশোর-তরুণদের স্বাস্থ্যকর খাওয়ার নিয়ে দীর্ঘদিন ধরেই ‘লেটস মুভ’ প্রচারণা চালাচ্ছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

এই প্রচারণারই অংশ হিসেবে স্বাস্থ্যকর খাওয়া নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরিতে অংশ নিয়ে এসেছিলেন মিয়ামি হিটের সদস্যরা। ওই অনুষ্ঠানে মিশেল একটা খেলনা গোলপোস্টে মজা করে বল ফেলে দেন।

অনুষ্ঠান শেষে স্থাস্থ্যকর খাবার যে কত মজা করে খাওয়া যায় তা, বুঝাতে আপেল খান মিশেলসহ মিয়ামি হিটের সদস্যরা।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর