thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সিলেটের চার লাইব্রেরিতে অভিযান

২০১৪ জানুয়ারি ২২ ১৬:২১:৪৭
সিলেটের চার লাইব্রেরিতে অভিযান

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলা সদরের চারটি লাইব্রেরির কর্মকর্তাদের ৮ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযান বুধবার দুপুর সাড়ে ১২টায় চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামিন চাকমা।

বিশ্বনাথ থানার এস আই আবদুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা দ্য রিপোর্টকে জানান, উপজেলা সদরের চারটি লাইব্রেরিতে নিষিদ্ধ গাইড বই পাওয়ায় জরিমানা করা হয়। পরে গাউড বইগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে উপজেলা সদরের পুরান বাজারের রাজ্জাকিয়া লাইব্রেরি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া উপজেলা সদরের নতুন বাজারের অনুপম ট্রেডার্স, ছাত্রবন্ধু লাইব্রেরি, পুরান বাজারের নূর লাইব্রেরি, আল-হাফিজ লাইব্রেরির কর্মকর্তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর