thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল

২০১৪ জানুয়ারি ২২ ১৬:২৪:০২
সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশরোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে বিজিবি-বিএসএফের যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।

যৌথ টহল বুধবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে।

আন্তর্জাতিক পিলার ১২০০-এর পাহাড়তলী এলাকা থেকে ১২০৩-এর বারেকটিলা এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ-৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মো. সাকিয়ে কাওসার দ্য রির্পোটকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচাররোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রত্যেক বিওপি এলাকায় বিএসএফের সঙ্গে যৌথ টহল অনুষ্ঠিত হয়ে থাকে।

টহলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধীনস্থ চাঁনপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৭৩ শিলং ব্যাটালিয়ন গোমাঘাট কোম্পানির রাজাই বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিশ্বনাথ সিং।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর