thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

দুষ্প্রাপ্য নীল হীরার সন্ধান

২০১৪ জানুয়ারি ২২ ১৬:২৫:৫২
দুষ্প্রাপ্য নীল হীরার সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি খনিতে ২৯.৬ ক্যারেটের একটি দুষ্প্রাপ্য নীল হীরার সন্ধান পাওয়া গেছে।

প্রিটোরিয়ার উত্তর-পূর্ব দিকে পেত্রা ডায়মন্ডর্সের মালিকানধীন কুল্লিনান খনিতে হীরাটি পাওয়া যায়।

মঙ্গলবার পেত্রা ডায়মন্ডস এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনন্য সাধারণ নীল রংয়ের হীরাটি চমৎকার। ঠিকমত ঘষে নিলে এই হীরার গুরুত্ব আরও বেড়ে যাবে।’

পেত্রা ডায়মন্ডস এর আগে বেশ কয়েকটি বহুমূল্য দুষ্প্রাপ্য নীল হীরা পেয়েছে। ২০১৩ সালে পেত্রা ডায়মন্ডস ২৫.৫ ক্যারেটের একটি নীল হীরা খুঁজে পেয়েছিল। হীরাটি ১৬.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ২০১২ সালে কুল্লিনান খনি থেকে পাওয়া আরেকটি নীল হীরা ১০.৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয়। প্রতি ক্যারেট সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া হীরা হিসেবে রেকর্ডেও নাম লেখায় সেটি।

২০০৯ সালে পেত্রা ডায়মন্ডস ২৬.৬ ক্যারেটের আরেকটি নীল হীরা পায়। ১০ মিলিয়ন মার্কিন ডলারে হীরাটি বিক্রি করে দেওয়া হয়। সদ্য পাওয়া হীরাটিও অনেক দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

১৯০৫ সালে বিশ্বের সবচেয়ে বড় নীল হীরাটিও পাওয়া গেছে কুল্লিনান খনি থেকেই। মুক্তাকৃতির হীরাটি উপহার দেওয়া হয়েছিল ইংল্যান্ডের রাজা সপ্তম অ্যাডওয়ার্ডকে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর