thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মা আত্মহত্যা করতে পারে না : সুনন্দার ছেলে

২০১৪ জানুয়ারি ২২ ১৬:২৮:৩১
মা আত্মহত্যা করতে পারে না : সুনন্দার ছেলে

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্কর আত্মহত্যা করতে পারেন না বলে জানিয়েছেন তার ছেলে শিব মেমন।

গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে শিব মেনন জানান, তার মায়ের মৃত্যু নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অসত্য ও ভয়াবহ।

ওই বিবৃতিতে মেনন জানিয়েছেন, ‘যারা আমার মাকে চেনেন, তারা জানেন তিনি আত্মহত্যা করার মতো দুর্বল মনের ছিলেন না।’

‘আমি অবশ্য বিশ্বাস করি না শশী শারীরিকভাবে তার ক্ষতি করতে পারেন। তাই শশী তাকে হত্যা করেছে এটা ভাবার কারণ নেই। কিছু মতভেদ সত্ত্বেও তারা একে অপরকে খুব ভালোবাসতেন।’

তার মা চাপের মুখে ছিলেন বলেও জানান শিব।

শিব মেনন সুনন্দার দ্বিতীয় স্বামীর ছেলে। মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে শশী থারুরের সঙ্গে অংশ নেন তিনি।

নয়া দিল্লির চানক্যপুরীর লীলা প্যালেস হোটেলের একটি কক্ষ থেকে শুক্রবার ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের মৃতদেহ উদ্ধার করা হয়।

ওষুধের বিষক্রিয়াতেই সুনন্দা পুস্করের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর