thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৪ জানুয়ারি ২২ ১৬:৩০:৪৫
সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় গাড়িচালক মো. রিপন (৩২) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

রিপনের বাবার নাম আবু সাঈদ। তার গ্রামের বাড়ি জামালপুরের বক্সীগঞ্জে।

গাড়ির মালিক আবদুল হামিদ জানান, সায়েদাবাদ ফ্লাইওভার ব্রিজের উপরে রাস্তা পার হবার সময় অনাবিল পরিবহনের ধাক্কায় রিপন আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপন আমার গাড়ির চালক ছিলেন। তিনি বাড্ডার পাঁচতলা এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

(দ্য ‍রিপোর্ট/এসআর/এফএস/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর