thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজারবাগে হত্যার ঘটনায় পুলিশ সদস্য আটক

২০১৪ জানুয়ারি ২২ ১৬:৩৬:০৫
রাজারবাগে হত্যার ঘটনায় পুলিশ সদস্য আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় সন্ধেহভাজন এক পুলিশ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রাজারবাগ পুলিশ লাইন থেকে বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়।

তার নাম শওকত হোসেন। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল।

ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মৃতদেহটির মাথা খোঁজে বের করার চেষ্টা চলছে। তবে খুনের আলামত দেখে মনে হচ্ছে এ হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত।

নিহতের আত্মীয়রা মৃতদেহ শনাক্ত করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই পল্টন থানায় একটি মামলা করা হয়।

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এমএআর/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর