thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘৫ বছরের আগে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’

২০১৪ জানুয়ারি ২২ ১৬:৪৬:২৫
‘৫ বছরের আগে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ৫ বছরের আগে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একইসঙ্গে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সচিবালয়ে বুধবার বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি সরকার পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়। এই সরকারও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী পাঁচ বছর ঘোষিত কাযর্কলাপ দক্ষতার সঙ্গে চালিয়ে যাব।’

‘বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘সংলাপের কথা আমাদের নয়, এটা বিদেশিরা বলছেন। তবে সংলাপ একটি ধারাবাহিক প্রক্রিয়া।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতরা বর্তমান সরকারকে সমর্থন ও অভিন্দন জানাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন দেশও অভিনন্দন জানিয়েছে। তারা এ নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মেনে নিয়েছেন।’

বর্তমান সরকারের ওপর কোনো ধরনের বিদেশি ‘চাপ’ নেই জানিয়ে তোফায়েল বলেন, ‘আগামী পাঁচ বছরও কোনো চাপের মধ্যে থাকব না।’

তিনি বলেন, ‘বিরোধী দল রাজপথে হানাহানি, হরতাল করলে কখনও লক্ষ্যে পৌঁছতে পারবে না-এটা বুঝতে পেরে সহিংস কর্মসূচি বাতিল করেছে। আগুন দিয়ে মানুষ পোড়ালে লাভ হয় না বলেই তারা কর্মসূচি স্থগিত করেছে। তারা রাজপথের হানাহানি বন্ধ করেছে এটা ভালো লক্ষণ, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’

এদিকে সাক্ষাতকালে উইলিয়াম হানা বলেছেন, ‘আপনারা বিরোধী দলকে সন্ত্রাস-সহিংসতা বন্ধ, জামায়াত-হেফাজতকে ত্যাগ করতে বলেছিলেন। সোহরাওয়ার্দীতে জামায়াত দৃশ্যমান ছিল না। সুতরাং আপনারা সংলাপ করতে পারেন।’

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জোটগতভাবে আমাদের সব থেকে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। আমাদের সঙ্গে অনেক বাণিজ্য চুক্তি আছে। কীভাবে তা বাড়াতে পারি, গতিশীল করা যায় আলোচনা করেছি।’

এ ছাড়া সকালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘তারা বাংলাদেশের নির্বাচন গ্রহণ করেছে। তারা তাদের সহায়তা অব্যাহত রাখবে। তাদের ৬৬টি কোম্পানি এখানে কাজ করে। বিনোয়োগ আরও গতিশীল হবে। তাদের কিছু সমস্যার কথা বলেছেন, আমরা সমাধানে আশ্বস্ত করেছি, তারা যেন ভালোভাবে ব্যবসা করতে পারে।’

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর