thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সংবাদপত্র খাত শিল্প হচ্ছে

২০১৩ অক্টোবর ৩১ ২০:২৯:১৩
সংবাদপত্র খাত শিল্প হচ্ছে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আগামী সপ্তাহের মধ্যে সংবাদপত্র খাতকে শিল্প হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিত করা ও তা উত্তরণের জন্য আয়োজিত এ সভায় তথ্যমন্ত্রী জানান, অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার পর নিউজপ্রিন্টের ওপর থেকে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিজ্ঞাপনের হারও অনেক বাড়ানো হয়েছে।

সভায় ‘সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড’ গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তার জন্য ‘সাংবাদিক সহায়তা ভাতা বা অনুদান নীতিমালা’ রয়েছে। এক কোটি টাকার একটি তহবিল গঠন করে এ সহায়তা দেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা আরো সম্প্রসারিত করতে ‘সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড’ গঠন করা হবে। এ সংক্রান্ত একটি আইনের খসড়া আগামী সোমবারের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলেও জানান তিনি। সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড আইন হলে সরকারি-বেসরকারি উদ্যোগে বরাদ্দ নিয়ে বড় ধরনের তহবিল গঠন হবে বলেও জানান তিনি।

অষ্টম ওয়েজ বোর্ড সংশোধন করে এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়াকে যুক্ত করার প্রক্রিয়া চলছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,‘ঘোষিত শিল্পের মধ্যে ইলেকট্রনিক মিডিয়া থাকবে না।’

১৯৭৪ সালের নিউজ পেপার এমপ্লয়িজ সার্ভিসেস অ্যান্ড কন্ডিশন অ্যাক্ট পুনর্বহালের প্রক্রিয়া চলছে জানিয়ে হাসানুল হক ইনু বলেন,‘যে মাধ্যমেই কাজ করুক সবার জন্য একই ধরনের বিধান প্রযোজ্য হবে।’

গণমাধ্যম কর্মীদের উপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন,‘গণমাধ্যমের ভিন্ন মত প্রকাশের, সঠিক তথ্য ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার অধিকার রয়েছে। এভাবে গণমাধ্যম গণতন্ত্রের আয়না হিসেবে কাজ করে। তাই গণমাধ্যমের উপর হস্তক্ষেপ গণতন্ত্রের উপরই হস্তক্ষেপ। যারা গণমাধ্যমের উপর হাত দিচ্ছেন, যারা এ কাজে উস্কানি দিচ্ছেন উভয়কেই একই আইনে বিচার করা হবে।’

ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বিএফআইজে (একাশেংর) সভাপতি রুহুল আমীন গাজী বলেন, ‘গণমাধ্যম যে মতেরই হোক তার উপর হামলা চালালে তা আমরা মেনে নেব না। সকলে মিলেই তা প্রতিহত করবো।’ দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি খুলে দেওয়ারও দাবি জানান তিনি।

ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান ও বিএফইউজের (অপর অংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘গণমাধ্যমের উপর আক্রমণ আমরা গ্রহণ করবো না। কেউ ক্ষুব্ধ হতে পারেন, তবে এর জবাব বোমা হামলা হতে পারে না।’

সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/আরএম/এইচএস/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর