thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গুম-হত্যার তালিকা প্রকাশ করেছে বিএনপি

২০১৪ জানুয়ারি ২২ ১৮:২৫:২২
গুম-হত্যার তালিকা প্রকাশ করেছে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান আন্দোলনে সারাদেশে নিহত, আহত, খুন, গুম ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষে গত বছর ২৫ অক্টোবর থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।

জাতীয় নির্বাচনের আগে এবং পরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে ২৯৪ জন নিহত হয় বলে অভিযোগ করেছে বিএনপি। আর গুম নেতাকর্মীর সংখ্যা ১৮৭ বলে জানিয়েছে দলটি।

এ ছাড়া মামলার সংখ্যা ৪ হাজার ৫শ’ ৫১। আসামি ২ লাখ ২৩ হাজার ৯ জন ও আহতের সংখ্যা ৪ হাজার ১শ’ ৭৮ জন। একই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৪৫ জন কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলা, ভাংচুরের তালিকা প্রকাশ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গত তিন মাসে ছয় বিভাগের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘বিরোধী দলের ২৯৪ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১৮৭ জনকে গুম করা হয়েছে।’

যৌথবাহিনী দিয়ে গ্রামের পর গ্রাম লুট করা হয়েছে এমন অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা সহিংসতার মামলা দিয়ে গণগ্রেফতার বাণিজ্য করা হচ্ছে, এজাহারভুক্ত আসামিদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে। গত ১০ দিনে ১০টি লাশ পাওয়া গেছে। এ সব ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বন্ধ করুন প্রতিহিংসার রাজনীতি, বন্ধ করুন হত্যা, গুম, খুন। উদার গণতান্ত্রিক শাসনের পথে আসুন। দলের নেতাকর্মীদের মুক্তি দিন, অবিলম্বে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় সরকারে কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’

তালিকায় আরও বলা হয়েছে, শুধু রাজধানীতে পুলিশের গুলিতে ৯২ জন আহত হয়েছেন। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ৮৭ জনকে। এ সব পরিসংখ্যান সম্পর্কে দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা এ তালিকা আরও আপডেট করছি, এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে প্রকাশ করা হবে।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/আরকে/এনআই/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর