thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মুক্তি পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু

২০১৪ জানুয়ারি ২২ ১৮:৩১:১৬
মুক্তি পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু

আমিনুল ইসলাম, দ্য রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওএফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বৃহস্পতিবারের মধ্যে মুক্তি পাচ্ছেন। ইতোমধ্যে জামিনের সব কাগজপত্র সংশ্লিষ্ট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তার পারিবারিক সূত্র বুধবার দ্য রিপোর্টকে নিশ্চিত করেছে।

গত ৮ নভেম্বরে রাতে ১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে হয়রানিমূলক ৫টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এ সব মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়। আইনি লড়াইয়ে একে একে এ সব মামলায় আদালত থেকে জামিন নেন তিনি। ইতোমধ্যে তার জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবারের মধ্যেই মিন্টুকে জামিনে মুক্তি দেওয়া হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এআই/এনডিএস/ এনআই/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর