thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কারাগারে অন্তরীণ থাকায় শিক্ষক বরখাস্ত

২০১৪ জানুয়ারি ২২ ১৮:৩১:২৭
কারাগারে অন্তরীণ থাকায় শিক্ষক বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাগারে অন্তরীণ থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো. ছালেহ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়।

মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ড. মো. ছালেহ উদ্দিনকে কী কারণে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে মো. ফয়জুল করিম দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা তার গ্রেফতারের কারণ জানি না। তিনি অনেকদিন অনুপস্থিত থাকায় আমরা ভেবেছিলাম তিনি অসুস্থ। পরে জানতে পারলাম তিনি কারাগারে।’

কোনো সাজা হয়েছে কী না জানতে চাইলে ফয়জুল করিম বলেন, ‘না, কোনো সাজা হয়নি। এর বেশি কিছু আমরা জানি না।’

(দ্য রিপোর্ট/এসআর/এইচএসএম/ এনআই/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর