thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

নাগরদোলা থেকে পড়ে দুই শিশু আহত

২০১৪ জানুয়ারি ২২ ১৯:১১:৪৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরদোলা থেকে পড়ে গিয়ে দুই শিশু আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে। আহত এক শিশুর নাম রাজদীপ ঘোষ (৫)। তার পিতার নাম মহাদেব ঘোষ। তারা ২০/৯ মনির হোসেন লেন সূত্রাপুরে থাকে।

আরেকজনের নাম মোহাম্মদ প্রিন্স (৫)। তার বাবার নাম মোহাম্মদ পান্না। তারাও একই এলাকার বাসিন্দা।

রাজদীপের পিতা মহাদেব ঘোষ জানান, আমরা স্ত্রী সন্তানকে নিয়ে শাহবাগ শিশুপার্কে যাওয়ার উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছিলাম। কিন্তু শিশুপার্ক বন্ধ থাকায় শিশুদের মন খারাপ হয়ে যায়। শিশুদের মন ভালো করতে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করি। ওখানে শিশুরা অন্য শিশুদের দেখাদেখি নাগরদোলায় চড়তে চায়। তারপর দুটি চক্কর খাওয়ার পরই তারা নাগরদোলা থেকে ছিটকে পড়ে। আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

বর্তমানে শিশু দুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর