thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

উপজেলা নির্বাচন

বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

২০১৪ জানুয়ারি ২২ ১৯:১৬:৪১
বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সকাল ১১ ইসির সম্মেলন কক্ষে বৈঠকে বসছে নির্বাচন কমিশন ( ইসি)।

আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এ ছাড়া বৈঠকে অপর চার কমিশনারও উপস্থিত থাকবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্বাচনের নিরাপত্তা ছক তৈরি করা হবে। এরপরই রিটার্নিং অফিসারদের সঙ্গে আরেক দফা আইনশৃঙ্খলা বৈঠকে বসবে কমিশন। এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কী না তা এ বৈঠকেই চূড়ান্ত করা হতে পারে।

বৃহস্পতিবারের বৈঠকে সশস্ত্রবিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই, এসবি, ডিজিএফআই এর প্রধানরা উপস্থিত থাকবেন।

(দ্য রিপোর্ট /এমএস/এপি/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর