thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

পাকিস্তানে বিমান হামলায় তালেবান নেতাসহ নিহত ৫০

২০১৪ জানুয়ারি ২২ ১৯:৫৬:১৬
পাকিস্তানে বিমান হামলায় তালেবান নেতাসহ নিহত ৫০

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে শক্তিশালী বিমান হামলায় সাবেক তালেবান প্রধানসহ ৫০ জন যোদ্ধা মারা গেছেন। নিহতদের ৩৬ জনই বিদেশী নাগরিক। বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

সূত্র জানায়, সোমবার রাতে পাকিস্তানের বিমানবাহিনীর কয়েকটি জেট বিমান উত্তর ওয়াজিরিস্তানে তালেবান ও আল কায়দা যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এ সময় সেনাবাহিনীর গানশিপ হেলিকপ্টার ওইসব স্থানে গুলি বর্ষণ করে।

সেনাবাহিনী জানায়, এসব হামলায় কমপক্ষে ৫০ জন যোদ্ধা মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৩ জন উজবেক ও ৩ জন জার্মান যোদ্ধাও রয়েছেন।

হামলায় নিহতদের মধ্যে আসমাত শাহীন বিত্তানি নামের সাবেক এক তালেবান কমান্ডারও আছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী। তেহরিক ই তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর পর বিত্তানি অন্তর্বর্তীকালীন কমান্ডারের দায়িত্বে ছিলেন।

২০০৭ সালে পাকিস্তানের ওয়াজিরিস্তানের স্থানীয় তালেবানদের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির পর এটাই দেশটির বিমানবাহিনীর চালানো প্রথম হামলা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াজিরিস্তানে দীর্ঘমেয়াদি সামরিক হামলার আশঙ্কায় স্থানীয় জনগন এলাকা ছেড়ে পালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এআইএম/ডব্লিউএস/ এনআই/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর