thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বিলুপ্তপ্রায় সিলেটি নাগরী ভাষায় গ্রন্থপ্রকাশ

২০১৪ জানুয়ারি ২২ ১৯:৫৯:৫৮
বিলুপ্তপ্রায় সিলেটি নাগরী ভাষায় গ্রন্থপ্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা ভাষার বিলুপ্তপ্রায় বর্ণমালা সিলেটি নাগরী লিপিতে ২৫ খণ্ডে ‘নাগরী গ্রন্থসম্ভার’ প্রকাশ করেছে উৎস প্রকাশন। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে শাহবাগ পাঠক সমাবেশ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উৎস প্রকাশনীর সত্বাধিকারী ও সম্পাদনার সাথে সম্পৃক্ত মোস্তফা সেলিম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহরিয়ার ইসলাম ও প্রকাশনার সাথে সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎস প্রকাশন বিলুপ্তপ্রায় ভাষা কিংবা উপভাষাকে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিপক্ক। সিলেটের নাগরী ভাষা ইতোমধ্যে বিলুপ্ত। ঐতিহ্যের সাথে সম্পৃক্ত নাগরী ভাষা বাঁচিয়ে রাখতেই তাদের এ প্রয়াস। তবে এ কাজটি সফলতার মুখ দেখবে যদি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বাংলার সহপাঠ হিসেবে পাঠ করার পাশাপাশি পাঠাগারে, সংগ্রহশালায় সংরক্ষণ করা যায়।

এ সময় আসন্ন মেলায় যারা ভালো অনুসন্ধানী রিপোর্ট করবে তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করে ‘অমর একুশে গ্রন্থমেলা সেরা রিপোর্টং’ পুরস্কার প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উৎস প্রকাশনের সাথে সম্পৃক্তরা।

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর