thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘খুনের দায় সরকার প্রধানকে নিতে হবে’

২০১৩ অক্টোবর ৩১ ২১:০৩:৪১
‘খুনের দায় সরকার প্রধানকে নিতে হবে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছে ‘সরকারের পেটোয়া বাহিনী র‌্যাব, পুলিশ, বিজিবি লেলিয়ে দিয়ে বিশ থেকে একুশ জনকে খুন করেছে। এই দায়-দায়িত্ব সরকারপ্রধান শেখ হাসিনাকেই নিতে হবে। এ সরকার খুনি সরকার। এরা কেবল বিরোধী দলের নেতাকর্মীদের উপরেই নয়, আলেম ওলামাদেরকেও গুলি করে পাখির মতো হত্যা করেছে।’

বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৭৪-৭৫ সালে যে সাহস করেছেন সে সাহস আর দেখাবেন না। বাকশাল করে মুক্তিযোদ্ধাদের হত্যা ও গণমাধ্যম বন্ধ করেও ক্ষমতা ধরে রাখতে পারেননি।

মোশাররফ বলেন, যারা অতি উৎসাহী হয়ে সরকারের অন্যায় নির্দেশ মেনে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছেন জনতার আদালতে তাদের বিচার একদিন হবে।

(দিরিপোর্ট২৪/এম/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর