thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বাগেরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২২ ২০:১৩:২১
বাগেরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে নিজ বাসা থেকে মো. ফসিউজ্জামান নাহিদ (২৭) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। নাহিদ আমলাপাড়ার ৪৯ নং বাসার নুরুজ্জামান বাদশার ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য রিপোর্টকে জানান, নাহিদের রুমের ভেতর থেকে আটকানো ছিল। কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এমন খবর তার পরিবার থেকে থানায় জানানো হয়। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে নাহিদের উলঙ্গ মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নাহিদের মৃতদেহ খাট আর দেয়ালের ফাঁকে উলঙ্গ বসা অবস্থায় ছিল। মৃতদেহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নিহতের বড় ভাই ফখরুজ্জামান জাহিদ দ্য রিপোর্টকে জানান, নাহিদ নিয়মিত নেশা করতো। সকালেও রুমে তার উপস্থিতি টের পেয়েছেন। কিন্তু দুপুরের পর কোনো সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেয়।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর