thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ইলিশ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ ভারতের

২০১৪ জানুয়ারি ২২ ২০:১৫:৫২
ইলিশ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ ভারতের

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইলিশ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে ভারত।

ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান।

দেশে ইলিশের চাহিদা সহজলভ্য করার জন্য ভারতে ইলিশ রফতানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল উল্লেখ করে মৎস্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত ভারত সরকারকে জানানো হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শেলীনা আফরোজা এ সময় উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের সময় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের ইলিশ ভারতে ব্যাপক জনপ্রিয়। দু’দেশের জনগণের পারস্পরিক চাহিদার ওপর ভিত্তি করেই দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও কৃষ্টিকালচার গড়ে উঠেছে। তাই দু’দেশের জনগণ পরস্পরের চাহিদার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল।’

মৎস্যমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরীয় দীর্ঘ উপকূল নিয়ে গবেষণা করে ভারত, বাংলাদেশ ও শ্রীলংকা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।’ এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশেষত বে অভ বেঙ্গল প্রোগ্রাম ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন (বিওবিপি-আইজিও) ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউও)-এর কার্যক্রম আরও ত্বরান্বিত করতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/জানুয়ারি ২২, ২১০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর