thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কুড়িগ্রামে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ বৃহস্পতিবার

২০১৪ জানুয়ারি ২২ ২০:২০:৫৮
কুড়িগ্রামে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবার কুড়িগ্রাম-৪ আসনের ২টি স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত চলবে।

১৫ জানুয়ারি উচ্চ আদালতের নির্দেশে চার সপ্তাহের জন্য দুই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে। এতে ঐ দুই কেন্দ্রে ভোটগ্রহণে আর বাধা না থাকায় বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের পরাজিত প্রার্থী জাকির হোসেন এ আসনের আরো কিছু কেন্দ্রে পুনঃভোটের আবেদন করে স্থগিতাদেশ চান।

কুড়িগ্রাম-৪ আসনের ১০৬ কেন্দ্রের মধ্যে স্থগিত ২ কেন্দ্রে ভোট রয়েছে ৭ হাজার ২৫৭টি। ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. রুহুল আমিন ৩০ হাজার ৫৪৪ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন ২৩ হাজার ৯৪৬ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বির মধ্যে ৬ হাজার ৫৯৮ ভোটের পার্থক্য থাকায় এ ২ কেন্দ্রে নির্বাচন কমিশন ভোটগ্রহণ করতে আইনগতভাবে বাধ্য।

ইতোমধ্যে এ দুই কেন্দ্রে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।

(দ্য রিপোর্ট /এমএস/এপি/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর