thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে নারী ইউপি সদস্যের রগ কর্তন

২০১৪ জানুয়ারি ২২ ২০:২৩:৪০
চাঁপাইনবাবগঞ্জে নারী ইউপি সদস্যের রগ কর্তন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি সদস্য ও আওয়ামী লীগকর্মী নূরজাহান বেগমের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মোবারকপুরের কলাবাড়ি এলাকায় বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, কানসাট থেকে মিনিবাসযোগে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের কলাবাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা নুরজাহানকে বাস থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম দ্য রিপোর্টকে জানান, নূরজাহানের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। এতে তার ডান হাত ও ডান পায়ের রগ কেটে যায়।

(দ্য রিপোর্ট/এআরএন/এমএইচও/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর