thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ফেব্রুয়ারিতে ৮ ড্রেজার উদ্বোধন

২০১৪ জানুয়ারি ২২ ২০:৩৪:৪৭
ফেব্রুয়ারিতে ৮ ড্রেজার উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফেব্রুয়ারি মাসে নতুন ৮টি ড্রেজার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। রাজধানীর বিআইডব্লিউটিএ ভবনে বুধবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ৩৭ বছর পর অভ্যন্তরীণ নৌ-পথ খননের জন্য সরকার তিনটি ড্রেজার নির্মাণ করেছে। ১১টি ড্রেজার নির্মাণাধীন রয়েছে।

দেশের ৫৩টি নৌ-রুট খননের জন্য ১১ হাজার ৪৭০ কোটি টাকার মহা-পরিকল্পনার আওতায় ৩৬টি নদী পথ খনন কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

শাজাহান খান বলেন, সড়ক পথে চাপ কমানো এবং সাশ্রয়ী মূল্যে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় কন্টেইনার বহনের জন্য পানগাঁও কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। প্রাইভেট সেক্টরেও চারটি কন্টেইনার টার্মিনাল নির্মিত হচ্ছে।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ-এর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলা নাথ দে, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এম এ আউয়াল এবং এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর