thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বড়াইগ্রামে ট্রাকের সংঘর্ষে আরও ১ মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২২ ২০:৩৭:৪৮
বড়াইগ্রামে ট্রাকের সংঘর্ষে আরও ১ মৃতদেহ উদ্ধার

নাটোর সংবাদদাতা : নাটোর বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান বাজারে তিন ট্রাকের মুখোমখি সংঘর্ষে খাদে পড়ে যাওয়া ট্রাকের নিচ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ।

বুধবার সকাল ৯ টার দিকে সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে খাদে পরে যাওয়া ট্রাকটি উদ্ধারের পর ট্রাকের নিচে চাপা পড়া আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নিকুঞ্জ সরকার জানান, সকালে দুর্ঘটনার পর খাদে পড়ে যাওয়া সিমেন্ট বোঝাই ট্রাকটি ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিকালে উদ্ধার করা হয়। পরে ট্রাকের নিচে চাপা পড়া মহিবুল ইসলাম নামে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবতলা এলাকার আবুল হোসেনের ছেলে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর