thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চাঁদাবাজির অভিযোগে সিলেটে ট্রাফিক সার্জেট ক্লোজড

২০১৪ জানুয়ারি ২২ ২২:০৩:৪৬
চাঁদাবাজির অভিযোগে সিলেটে ট্রাফিক সার্জেট ক্লোজড

সিলেট অফিস : সিলেটের সোবহানীঘাটে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট শফিককে ক্লোজড করা হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এসএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক পিকআপ ভ্যানচালকের কাছে পাঁচশ টাকা চাঁদা দাবি করার পরিপ্রেক্ষিতে তাকে ক্লোজড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৮টায় নগরীর আম্বরখানা থেকে খলিল মিয়া একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ-১১ ১১৭৩) নিয়ে সোবহানীঘাট আসছিলেন। এ সময় ওই ট্রাফিক সার্জেন্ট তার কাছে পাঁচশ টাকা চাঁদা দাবি করেন। পরে চালক খলিল ট্রাফিক সার্জেন্টকে দুইশ টাকা দিলে তিনি চালককে সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সোবহানীঘাট এলাকায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। একই সঙ্গে ট্রাফিক সার্জেন্ট শফিককে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্লোজড করে পুলিশলাইনে নিয়ে যান।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/জানুয়ারি ২২, ২১০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর