thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দিনাজপুরে আগুন আতঙ্কে রোগীরা রাস্তায়

২০১৪ জানুয়ারি ২২ ২২:০৬:৪৮
দিনাজপুরে আগুন আতঙ্কে রোগীরা রাস্তায়

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেনারেল হাসপাতালে আগুনের আতঙ্কে সব রোগীরা বিছানা ছেড়ে রাস্তায় নেমে আসে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহেল রানা দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়াটার হিটার দিয়ে পানি গরম করার কারণে বৈদ্যুতিক শটসার্কিটে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় নেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয়তলায় শিশু বিভাগে ১১ নম্বর বেডের রোগীর অভিভাবক বৈদ্যুতিক জগ দিয়ে পানি গরম করছিল। সে সময় শটসার্কিটের মাধ্যমে জগটিতে আগুন লেগে যায়। তখন শিশু ওয়ার্ডে অবস্থানরত সব রোগী ও অভিভাবকরা আতঙ্কে চিৎকার করে রাস্তায় নেমে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনলে রোগীরা আবার নিজ নিজ বিছানায় ফিরে যায়।

(দ্য রিপোর্ট/এমএইচআর/এমএইচও/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর