thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মজুরি বোর্ডের সামনে গার্মেন্টস শ্রমিকদের অবস্থান

২০১৩ অক্টোবর ৩১ ২১:৫২:০৬
মজুরি বোর্ডের সামনে গার্মেন্টস শ্রমিকদের অবস্থান

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণার দাবিতে মজুরি বোর্ডের সামনে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। অবস্থান কর্মসূচি পালনকালে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোশরেফা মিশু, এড. মাহবুবুর রহমান ইসমাইল, এএএম ফয়েজ হোসেন, তাসলিমা আখতার, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, শবনম হাফিজ, মোঃ মোস্তফা প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, মজুরি বোর্ড ঘোষণার পর ৫ মাস ২৪ দিন পার হলেও গার্মেন্টস মালিক পক্ষ এখন পর্যন্ত সুনির্দিষ্ট মজুরি প্রস্তাব আনতে ব্যর্থ হয়েছে। অথচ আইন অনুসারে মজুরি বোর্ড ঘোষণার ৬ মাসের মধ্যেই মজুরি ঘোষণা করার কথা।

নেতৃবৃন্দ মালিকদের সময়ক্ষেপণের জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কারণ ছাড়াই মালিকপক্ষ সময়ক্ষেপণ করে গার্মেন্টস শ্রমিকদের মজুরির ঘোষণা বিলম্বিত করছে।

এসময় বক্তারা বলেন শ্রমিকদের ন্যূনতম মজুরী ৮ হাজার টাকা আগামী ১০ দিনের মধ্যে ঘোষণা না করা হলে ৪০ লক্ষ গার্মেন্টস শ্রমিককে সঙ্গে নিয়ে হরতাল-অবরোধসহ ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

(দিরিপোর্ট২৪/এম/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর