thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

একক প্রার্থী করতে আশরাফের চিঠি

নির্বাচন ও তৃণমূল গোছাতে ‘এক ঢিলে দুই পাখি’

২০১৪ জানুয়ারি ২৩ ০০:১৯:১৩
নির্বাচন ও তৃণমূল গোছাতে ‘এক ঢিলে দুই পাখি’

আমানউল্লাহ আমান, দ্য রিপোর্ট : উপজেলা নির্বাচন সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে দল গোছানোর কৌশল নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই অধিকাংশ উপজেলায় দলের পক্ষ থেকে একক প্রার্থী নিশ্চিত করতে জেলা-উপজেলার নেতাদের চিঠি দিচ্ছে দলটি। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বুধবার থেকে পাঠানো শুরু হয়েছে।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ঘনিষ্ঠ সূত্র ও আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাজোট সরকারের শেষ সময় অনুষ্ঠিত সিটি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর জয়লাভের বিষয়টি নিয়ে চিন্তিত আওয়ামী লীগের হাইকমান্ড। কারণ হিসেবে তারা মনে করছেন, সিটি নির্বাচনের মতোই জাতীয় ইস্যুগুলো প্রাধান্য পাবে উপজেলা নির্বাচনে। যে কারণে জয়লাভের সব ধরনের কৌশল নিতে প্রস্তুত হচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এরই একটি পদক্ষেপ একক প্রার্থী ঠিক করা।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আছে, একজনের বেশি প্রার্থী নয়, কোনও বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। ভোটারদের আকৃষ্ট করতে দ্বারে দ্বারে যেতে হবে, নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে সব দ্বন্দ্ব-বিভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপিকে মোকাবিলার জন্য দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করতেও বলা হচ্ছে ওই চিঠিতে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, বিগত সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আমাদের (সরকার) আরও বেশি সতর্ক হতে হবে। উপজেলা নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিরোধী পক্ষ জনগণকে যেন বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় ইস্যু ও ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে বিরোধী পক্ষ যাতে অপপ্রচার চালাতে না পারে সে ব্যাপারেও আওয়ামী লীগ এখন অনেক সর্তক। সরকারের সাফল্য এবং বিরোধী পক্ষের নেতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে বিশেষ নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনের কৌশল এবং তৃণমূলে দল গোছানো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দলের তৃণমূল ঢেলে সাজাতে কেন্দ্রীয় নেতাদের নিদের্শ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বিগত সরকারের আমলে সরকারের মন্ত্রিসভায় দলের দায়িত্বশীল নেতাদের আধিক্য থাকায় দল ও সরকার একাকার হয়ে গিয়েছিল। এবার দল ও সরকার একাকার হতে দেইনি। দলের নেতারা যাতে সংগঠনের জন্য কাজ করতে পারেন সে জন্য তাদেরকে ফ্রি রাখা হয়েছে।’

বৈঠকে প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা পর্যায়ে সাংগঠনিক সফর শুরু করার জন্য শীর্ষ নেতাদের নিদের্শ দেন। আর এ কাজের জন্য টিম গঠন করতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে উপজেলা নির্বাচনে একক প্রার্থী করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকার এমপি-মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের কাজ করার আহবান জানান। তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেখতে চাই। কোনও দলীয় কোন্দল থাকা চলবে না।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘নির্বাচনে একক প্রার্থী করা এবং দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও (কেন্দ্রীয় নেতারা) সাংগঠনিক সফরে বের হবো।’

(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর