thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

কেজরিওয়াল অস্ত্রহীন মাওবাদী!

২০১৪ জানুয়ারি ২৩ ০২:২৪:০৩
কেজরিওয়াল অস্ত্রহীন মাওবাদী!

কলকাতা প্রতিনিধি : মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে একটানা দুদিন দিল্লির আইনশৃঙ্খলাকে উত্তেজনার চরমে পৌঁছে দিয়ে প্রবল সমালোচনার মুখে অরবিন্দ কেজরিওয়াল।

আগেই বিজেপি নেতা হর্ষবর্ধন বলেছেন, এর আগে ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে এতবড় অপমান করেননি। সহযোগী দল হয়েও কেজরিওয়ালের সমালোচনা করেছে কংগ্রেস। পাশাপাশি ভারতের রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি কেজরিওয়ালকে অস্ত্রহীন `মাওবাদী` বলে কটাক্ষ করেছেন।

উল্লেখ্য, দিল্লি পুলিশের ভার কেন্দ্রের হাত থেকে দিল্লি সরকারের হাতেই দেওয়া হোক। এমনটাই দাবি ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এই দাবিসহ দিল্লির বুকে ঘটে যাওয়া তিনটি ঘটনায় দোষী পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে ধরনায় বসেন কেজরিওয়াল। দাবি মানা না হলে টানা ১০ দিন ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এমনকি, প্রায় লাখখানেক মানুষকে রাস্তায় জড়ো করার হুমকি দিয়েছিলেন আপ নেতারা। দ্বিতীয় দিন রাতেই ধরনা তুলে নেয় আম আদমি পার্টি।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর