thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

বরফে ঢেকে অপরূপ ভূস্বর্গ কাশ্মীর, বিপর্যস্ত জনজীবন

২০১৪ জানুয়ারি ২৩ ০৩:৪১:২৯
বরফে ঢেকে অপরূপ ভূস্বর্গ কাশ্মীর, বিপর্যস্ত জনজীবন

কলকাতা প্রতিনিধি : বরফে ডুবে সৌন্দর্যে অপরূপ হয়ে উঠল ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা৷ যদিও ভারী তুষারপাতে ব্যাহত হয়েছে সাধারণ জনজীবন৷ মঙ্গলবার রাত থেকে একটানা তুষারপাতে পুরু তুষারের চাদরে ঢাকা পড়েছে কাশ্মীর উপত্যকা৷ সেই সঙ্গে হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু কাশ্মীরের মানুষ৷

রাস্তার ওপর প্রায় আট ইঞ্চি পুরু বরফ জমায় বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ে৷ জওহর টানেল ও প্যাটনিটপ এলাকায় তুষারপাতের ফলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ায় যানচলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বরফ পরিষ্কার করে রাস্তা খোলার চেষ্টা চালাচ্ছে বিআরও৷

জাতীয় সড়কের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে দোদা-কিস্তওয়ার, বাতোতে-দোদা, বাসোলি, পুঞ্চ, রাজৌরি, কাথুয়াসহ আরও কয়েকটি পথ৷ জম্মুর বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে প্রায় ২০০টি গাড়ি৷ একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে বিমান ওটানামা৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাশ্মীরের আকাশে বুধবার কোনও বিমান ওড়েনি৷ ভারী তুষারপাতের ফলে সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়েছে সাধারণ মানুষ৷ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ পরিষেবা৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও ৪৮ ঘণ্টা ধরে তুষারপাত চলবে৷ আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, গত ১০ বছরে চলতি মাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর