thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

২০১৩ নভেম্বর ০১ ০৮:৪৮:১৮
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১০০ টাকার প্রাইজবন্ডের ৭৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে কমিশন অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০১৬৭৭৩০ নম্বরের সিরিজ, ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৬৬১৩২৬ নম্বরের সিরিজ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ০১৫০৮৭২ ও ০৮৬৩৫১৫ নম্বর। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এ ড্র পরিচালিত হয়। ১০০ টাকা মূল্যমানের ৩৮টি সিরিজ যথা : কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট এবং খঠ এ ড্রয়ের আওতাভুক্ত। এ সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য ঘোষিত হয়।

অনুষ্ঠিত লটারিতে ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পেয়েছে ০১৪৯২৩৫ ও ০৫৬৪০১৬ নম্বর।

এ ছাড়া ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার পেয়েছে প্রতি সিরিজের ৪০টি সংখ্যা। এগুলো হলো- ০০০৫৭৪২, ০০৪৫১২৪, ০০৯০২৩৮, ০১১৭৭৪৭, ০১৫৩৭৭২, ০১৬৯৬৫৩, ০১৯৩৬৩৩, ০২১৩১৪৭, ০২২৩৫৪৯, ০২৭১৯৮৭, ০২৮১১৯৬, ০২৮৫৩০৩, ০৩২৬৬৫৩, ০৩৮৫৬৬৫, ০৩৯১৬২০, ০৪০৩৪৫৫, ০৪৩৮২৩০, ০৪৬১১৮২, ০৪৯০০২৫, ০৫২৬০৩৮, ০৫২৮৬৭৯, ০৫২৯১১২, ০৫৯৫৭৭৭, ০৬১৮৫৮১, ০৬২৬৭১৮, ০৬৪০৯৮০, ০৬৫২৯৬৮, ০৬৭৬৬৯৯, ০৬৯১৬৭২, ০৭১৯৪২৬, ০৭৪২৮৪৮, ০৭৬৯৯৭৪, ০৮০৫১৬৮, ০৮২৮৩৪০, ০৮২৯২১৪, ০৮৩৩৬১৭, ০৮৫৯৪৯৫, ০৮৬৯৮৩২, ০৯৩০১৬৬, ০৯৯১৫৬৩।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর