thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

৭৩ এ রাজ্জাক

২০১৪ জানুয়ারি ২৩ ১০:৫১:০২
৭৩ এ রাজ্জাক

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের ৭৩তম জন্মদিন বৃহস্পতিবার।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আকবর হোসেন ও মা মিরারুন্নেসার কনিষ্ঠ সন্তান আব্দুর রাজ্জাক চলচ্চিত্রে অভিষেকের পর নিজ অভিনয় গুণেই নায়ক রাজ রাজ্জাকে পরিণত হন। দ্য রিপোর্টের জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ শেষে জন্মদিনকে ঘিরে তেমন কোনো আয়োজন নেই বলে জানান তিনি।

তবে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘পারিবারিকভাবে বাবার জন্মদিনের আয়োজন সম্পন্ন করে বাবাকে নিয়ে তার স্মৃতিবিজড়িত স্থানে যাওয়ার ইচ্ছে আছে। হয়ত সন্ধ্যায় বাবাকে নিয়ে বের হব।’

নায়ক রাজ রাজ্জাকের শুরু ছোটবেলাতেই। কলকাতার মঞ্চ নাটকেই তার প্রথম অভিনয়। বাংলাদেশের ‘আয়না কাহিনী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পাশাপাশি তিনি অনেক নাটকেও অভিনয় করেছেন। অভিনয়ের সকল শাখায় বিচরণ থাকলেও চলচ্চিত্রই তার ধ্যান-জ্ঞান।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর