thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ইন্টারনেটে অপরাধ প্রবণতা বাড়ছে

২০১৪ জানুয়ারি ২৩ ১১:২১:২৯
ইন্টারনেটে অপরাধ প্রবণতা বাড়ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এই মাধ্যমকে ব্যবহার করে দেশে সাইবার ক্রাইম বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁও প্যান প্যাসিফিকে ইনসাইড বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশে সাড়ে ৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে। এর মধ্যে প্রায় ৩৪ লাখ ফেসবুক ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারী বেশিরভাগই যুব সমাজ। অপরাধীরা এই যুব সমাজকে টার্গেট করে তাদের দিয়ে সাইবার ক্রাইম করাচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘গত ২৪ অক্টোবর রাতে ইন্টারনেট ব্যবহার করে পুলিশের ডিউটি অফিসার থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দিয়েছে অপরাধীরা।’

(দ্য রিপোর্ট/এএইচএ/এমসি/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর