thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আড়াই ঘন্টায় ৫৯০ কোটি টাকা লেনদেন

২০১৪ জানুয়ারি ২৩ ১২:০০:১৯
আড়াই ঘন্টায় ৫৯০ কোটি টাকা লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনের শুরু থেকে মূল্য সূচক এবং টাকার অংকে লেনদেনে উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আড়াই ঘন্টায় মাথায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের্ লেনদেন হয়েছে।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৩ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৪ পয়েন্টে।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লংকা বাংলা ফাইন্যান্সের। দুপুর দেড়টা পর্যন্ত এ কোম্পানির ৩০ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমান ২৪ কোটি ১৭ লাখ ৮৭ হাজার টাকা।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৪০ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৮৩৪ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার‌্ণ মূল্য সূচক দুপুড় দেড়টায় ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৯৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর