thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

খন্দকার মাহবুবকে নতুন মামলায় গ্রেফতার না দেখানোর নির্দেশ

২০১৪ জানুয়ারি ২৩ ১২:১৮:০৪
খন্দকার মাহবুবকে নতুন মামলায় গ্রেফতার না দেখানোর নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে নতুন কোনো মামলায় গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাহবুবের পক্ষে করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে খন্দকার মাহবুবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ।

বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবদীন বলেন, উনার নামে যে সকল মামলা দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে এ সব মামলা দেওয়া হয়েছে। আদালত ব্যাপারগুলো বেআইনি বুঝতে পেরে তাকে জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, খন্দকার মাহবুব হোসেনকে ৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের গেট থেকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/ এসএ/ এমডি/এএল/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর