thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

ইউক্রেনে আগাম নির্বাচন দেওয়ার দাবি আন্দোলনকারীদের

২০১৪ জানুয়ারি ২৩ ১২:৩০:৫৩
ইউক্রেনে আগাম নির্বাচন দেওয়ার দাবি আন্দোলনকারীদের

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে আগাম নির্বাচনের আল্টিমেটাম দিয়েছেন বিরোধী দলের নেতারা।

বিরোধী দলের নেতা ভিটালি ক্লিটচকো জানান, সরকার আগাম নির্বাচনের ঘোষণা দিতে অস্বীকৃতি জানালে তিনি রাজধানী কিয়েভে কঠোর আন্দোলনের নেতৃত্ব দেবেন।

এদিকে প্রধানমন্ত্রী মিকোলা আজারোভ বলেছেন, বিরোধী দল আল্টিমেটাম প্রত্যাহার করলে সমঝোতা সম্ভব হতে পারে।

কিয়েভে বিক্ষোভকারীদের ক্যাম্প উচ্ছেদের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। চিকিৎসকরা গুলিতে আহত দুই ব্যক্তির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক চুক্তি করতে রাজি না হলে ইউক্রেনে এই বিক্ষোভ শুরু হয়। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর