thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

৬২ দিন পর খুলল জাবির প্রশাসনিক ভবন

ঐক্য ফোরামের সব আন্দোলন কর্মসূচি স্থগিত

২০১৪ জানুয়ারি ২৩ ১২:৫২:৫৯
ঐক্য ফোরামের সব আন্দোলন কর্মসূচি স্থগিত

জাবি প্রতিবেদক : অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এর ফলে ৬২ দিন পর খুলল জাবির প্রশাসনিক ভবন। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের শিক্ষকরা এ ঘোষণা দেন ।

উপাচার্য হিসেবে অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে ড. এম এ মতিনের নিয়োগ পাওয়ার পর ৯ দফা দাবি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে সব আন্দোলন কর্মসূচি স্থগিত করল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

এদিকে আন্দোলন কর্মসূচি স্থগিত হওয়ায় টানা ৬২ দিন ধরে অবরুদ্ধ থাকা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে ঐক্য ফোরাম । বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপাচার্য হিসেবে অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে ড. এম এ মতিনের নিয়োগের বিষয়টি নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন ঐক্য ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঐক্য ফোরামের সভাপতি অজিত কুমার মজুমদার, সদস্য সচিব কামরুল আহছান, আমীর হোসেন, আবুল হোসেন, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/এমডি/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর