thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

শান্তির জন্য শক্তি প্রয়োগ করতে হয় : নাসিম

২০১৪ জানুয়ারি ২৩ ১৩:৪১:১৩
শান্তির জন্য শক্তি প্রয়োগ করতে হয় : নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল’ উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবারকল্পনামন্ত্রী বলেন, ‘শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করতে হয়। সে কারণে যৌথবাহিনীও একটু কঠোর হয়েছে। খালেদা জিয়া কীভাবে এদের ভিনদেশি বললেন? এটা দায়িত্বহীন ও রাষ্ট্রদ্রোহীতার শামিল।’

আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ১৪ দলে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে তরিকত ফেডারেশনকে ১৪ দলের সদস্যভুক্ত করার সিদ্ধান্তের কথাও জানান নাসিম। তিনি বলেন, ‘আজ থেকে তরিকত ফেডারেশন ১৪ দলের সঙ্গী হলো।’

এই মুহূর্তে নির্বাচন নিয়ে বিএনপির প্রতি আপনাদের বার্তা কি? এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। সংবিধান অনুযায়ীই ৫ বছরের জন্য ক্ষমতায় থাকবে সরকার। এরমধ্যে সংলাপের কোনো সুযোগ নেই। নির্বাচনেরও সুযোগ নেই।’

দুদক আপনাদের সাবেক মন্ত্রী ও বর্তমান এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এ ব্যাপারে আপনাদের (১৪দল) অভিমত কি? এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা ব্যবস্থা নিচ্ছে নিক। আমাদের নেত্রী দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। প্রয়োজনে আমরা সহযোগিতা করব।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাঠে ও নির্বাচনে পরাজিত হওয়ার পরও কেউ যদি বলে জয়লাভ করেছি। ৯১ শাতাংশ লোককে নিজেদের পক্ষের দাবি করেন তখন আমি বলি, এটা প্রলাপ না আলাপ?’

সাবেক বিরোধী দলকে উপদেশের সুরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কারা বিএনপিকে ডুবিয়েছে? কারা ডাকে সাড়া দেয় নাই? এদের চিহ্নিত করে নিজেদের ভুল স্বীকার করে ঠাণ্ডা মাথায় এগুনোর আহ্বান জানান তিনি।’

বেগম জিয়ার উদ্দেশে বলেন, ‘ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সমালোচনা করুন। এখন আপনার সঙ্গে লোকের অভাব নেই। সরকারের প্রতি দায়িত্বশীল আচরণ করলে আমরাও আপনাকে সহায়তা করব।’

বেগম জিয়ার বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়, তারা দেখে ব্যবস্থা নেবেন।’

নানা ভীতি ও চাপের কারণে কাঙ্ক্ষিত নির্বাচন করতে পারি নাই উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘কাঙ্ক্ষিত নির্বাচন করতে পারি নাই। জাতীয় ও আন্তর্জাতিক চাপ ও ভয়-ভীতির কারণে সেটা করা সম্ভব হয়নি। বিএনপি-জামায়াতের নানা নৈরাজ্য সত্ত্বেও, যোগ্য নেতৃত্ব ও ১৪ দলের নেতাদের দৃঢ়চেতা প্রত্যয়ের কারণে শেষপর্যন্ত সফল হয়েছি।’ আর এ জন্য প্রধানমন্ত্রী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান নাসিম।

বৈঠকে সম্প্রতি প্রয়াত বিচারপতি হাবিবুর রহমান, সাংসদ শওকত মোমেন শাহজাহান ও নির্বাচনী সহিংসতায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়।

১৪ দলের এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি, তার ভাই হাবিবুল বশর মাইজভাণ্ডারি, মহাসচিব লায়ন এম এ আউয়াল, কমিউনিস্ট কেন্দ্রর আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদ একাংশের আহ্বায়ক রেজাউর রশিদ খান।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও সমবায় সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুল মান্নান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/এমসি/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর