thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘সহযোগিতার প্রতিশ্রুতি দিলেই আলোচনা হবে’

২০১৪ জানুয়ারি ২৩ ১৪:১০:০৯
‘সহযোগিতার প্রতিশ্রুতি দিলেই আলোচনা হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আপনারা যদি সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তা হলেই আলোচনায় বসা সম্ভব।’

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলা বাদ দিন। আর তা যদি আপনারা না করেন তাহলে, আপনাদের দেশদ্রোহী বলা হবে। তখন আপনাদের আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।’

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৫ বছরই তারা দেশ পরিচালনা করবেন।’

তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা চাই আপনি সুষ্ঠু রাজনৈতিক কর্মসূচি দিবেন। আর তা যদি আপনি না করেন তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আর আলোচনাও হবে না।

তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা ভেবেছিলাম আপনি অতীতে সৃষ্ট নাশকতার জন্য ক্ষমা চাইবেন। কিন্তু আপনারা তা না করে শেখ হাসিনার নামে মিথ্যাচার করছেন। এই নাশকতা যারা সৃষ্টি করেছে তাদের বিচার এই সরকারের আমলেই হবে।’

আলোচনা সভার সভাপতিত্ব করেন সংসদ সদস্য হাজী সেলিম। এ ছাড়াও সভায় সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/এএল/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর