thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘ব্যবস্থা না নিলে সহিংসতা বাড়তে থাকবে’

২০১৪ জানুয়ারি ২৩ ১৪:২৮:৩২
‘ব্যবস্থা না নিলে সহিংসতা বাড়তে থাকবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে সৃষ্ট সহিংসতা দ্রুত কমানোর ব্যবস্থা না নিলে তা ক্রমাগত বাড়তেই থাকবে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে গভর্নেন্স এডভোকেসি ফোরামের উদ্যোগে সহিংসতা, শান্তি, গণতন্ত্র ও স্থানীয় সরকার ব্যবস্থা শীর্ষক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশের রাজনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এই কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা ক্ষমতায় আসার জন্য রাজনীতির ব্যবসা করছে। এই ব্যবসায় টিকে থাকার জন্য তারা জনগণকে নানা ধরনের আশ্বাস দেন। কিন্তু ক্ষমতায় আসার পরে তারা সেই আশার বাণীগুলো ভুলে যান।’

স্থানীয় সরকার ব্যবস্থাকে জোরদার করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দেশের স্থানীয় সরকার যদি শক্ত না হয়, জাতীয় সরকারও নড়বড়ে হয়ে যায়। কারণ নিচের কাঠামো মজবুত না হলে উপরের অংশটিও বেশিদিন টিকতে পারে না।’

সহিংসতা সৃষ্টির জন্য তিনি আমাদের সমাজব্যবস্থাকে দায়ী করে বলেন, ‘আমাদের সমাজ বৈষম্যপূর্ণ। আর এ কারণেই প্রতিনিয়ত সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে সমাজে।’

এ ছাড়াও তিনি বলেন, ‘সংখ্যালঘুদের ওপর যারা সহিংসতা চালিয়েছে তাদের অনেকেই ছিল আওয়ামী লীগের। তবে সহিংসতা সৃষ্টিকারীরা বেশির ভাগই জামায়াত-শিবিরের।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/এএল/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর