thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আশুলিয়ায় গার্মেন্টসে আগুন আতঙ্ক, আহত ১০

২০১৪ জানুয়ারি ২৩ ১৪:৪২:০০

সাভার সংবাদদাতা : আশুলিয়ায় একটি পোশাক তৈরি কারখানায় আগুন আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে ১০ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ন্যাচারাল গ্রুপের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ন্যাচারাল গ্রুপের শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানার কাজে যোগদান করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানার চতুর্থ তলার একটি মেশিনে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিকট শব্দ হলে শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক সৃষ্টি হয়। এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কারাখানা থেকে দ্রুত বের হতে শুরু করে। এ সময় দশ জন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পরই কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে ন্যাচারাল গ্রুপের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে কারখানার চার তলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনার পর শ্রমিকরা বের হয়ে যাওয়ায় কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে তিনি শ্রমিক আহতের বিষয়ে কোন কথা বলেননি।’

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ন্যাচারাল গ্রুপের পোশাক কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনায় কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমসি/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর