thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

২০১৪ জানুয়ারি ২৩ ১৫:০০:৫৩
উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় ইসি।

ইসি সম্মেলন কক্ষে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় দুপুর একটায়।

বৈঠক সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। এ বাহিনী নির্বাচনের ২ দিন আগ থেকে নির্বাচনের ২ দিন পর পর্যন্ত মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাচনে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‌্যাব ও আমর্ড পুলিশ দায়িত্ব পালন করবে।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছে নির্বাচনে কোনো সহিংসতা হবে না।’

সিইসি আশা প্রকাশ করে বলেন, ‘উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। আশা করি, আমরা ভালো নির্বাচন করতে পারব।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, সশস্ত্রবিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই, এসবি, ডিজিএফআই মহাপরিচালক।

উল্লেখ্য, ছয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ১০২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর