thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

 

মাদক চোরাচালানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সুড়ঙ্গ!

২০১৩ নভেম্বর ০১ ১০:০৩:৩৮
মাদক চোরাচালানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সুড়ঙ্গ!

দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো এবং মেক্সিকোর টিজুয়ানার মধ্যে বিদ্যুৎ, আলো-বাতাস চলাচলের ব্যবস্থা এবং ট্রেন চলাচলের সুবিধা সংবলিত এক সুড়ঙ্গের খোঁজ পেয়েছে কর্তৃপক্ষ। সুড়ঙ্গটি মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত হতো বলে তারা জানায়। খবর বিবিসির।

এ সময় তারা আট টন গাঁজা ও প্রায় দেড়শ কেজি কোকেইন আটক করে। সুড়ঙ্গটি টিজুয়ানার বিমানবন্দরের কাছাকাছি বলা হলেও ঠিক কোথায় এবং তার দৈর্ঘ্য কত সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে সুড়ঙ্গটি সম্প্রতি নির্মিত বলে তারা জানায়।

২০০৮ সালের পর থেকে এ রকম ৭৫টিরও বেশি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ সুড়ঙ্গের খোঁজ পাওয়ার কথা জানায়। এক বিবৃতিতে বলা হয়, এটি সদ্য নির্মিত এবং খুব আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত।

(দিরিপোর্ট২৪/জেএম/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর