thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি

২০১৪ জানুয়ারি ২৩ ১৪:৫৯:১৬
মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলহার গ্রামের গৃহবধূ আমেনা আক্তার হত্যা মামলায় স্বামী-স্ত্রী ২ জনের ফাঁসির রায় প্রদান করেছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দ্রুত দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহজাহান কবীর এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. নাজিমউদ্দিন ও তার স্ত্রী লুৎফা বেগম।

উল্লেখ্য, ২০০৬ সালের জানুয়ারিতে সিরাজদিখান উপজেলার ফুলহার গ্রামে স্বামী শেখ সালাহউদ্দিনের বাসায় রাতে গৃহবধূ ফাতেমা আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিহতের বাবা আইয়ুব আলী দেওয়ান বাদী হয়ে নিহতের ননদ লুৎফা বেগম ও ননদের স্বামী নাজিমউদ্দিনকে আসামি করে হত্যা মামলা করেন।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এইচএসএম/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর