thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ইতিবাচক অবস্থানে মূল্য সূচক ও লেনদেন

২০১৪ জানুয়ারি ২৩ ১৫:০৮:২৩
ইতিবাচক অবস্থানে মূল্য সূচক ও লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মূল্য সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে দেশের উভয় পুঁজিবাজারে। বৃহস্পতিবার দেশের উভয় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে একই প্রবণতায় শেষ হয়। দিনের শুরু থেকে মূল্য সূচক ও টাকার অংকে লেনদেনের গতি তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। তবে দিনশেষে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন সামান্য কমেছে।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬২ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৭০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৬০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৬ পয়েন্টে।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। দুপুর দেড়টা পর্যন্ত এ কোম্পানির ৩৭ লাখ ৭৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমান ৩০ কোটি ৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৪০ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৮৩৪ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা।

বছর শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রায় ১ লাখ কোটি টাকা অলস পড়ে রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় অলস টাকার পরিমাণ কিছুটা বেড়েছে। আর্থিক খাতেও একই অবস্থা বিরাজ করছে। এ সব প্রতিষ্ঠান সম্প্রতি পুঁজিবাজারমুখী হওয়ায় দৈনিক লেনদেনের পরিমাণ ক্রমাগত বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার‌ণ মূল্য সূচক দিনশেষে ১১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৫২ লাখ টাকা।

বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৭২ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৭০ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর