thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘মধ্যপ্রাচ্যের সঙ্গে হারানো সম্পর্ক ফিরিয়ে আনব’

২০১৪ জানুয়ারি ২৩ ১৫:২২:২৫
‘মধ্যপ্রাচ্যের সঙ্গে হারানো সম্পর্ক ফিরিয়ে আনব’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশেষ দূত নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বাংলাদেশের জনশক্তি রফতানির বিশাল বাজার ছিল মধ্যপ্রাচ্যে। সেই বাজার প্রায় হারিয়ে গেছে। আমার শাসনামলে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ছিল। সেখানে আমার ব্যক্তিগত সম্পর্কও কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে ভূমিকা রেখেছে। আমার বিশ্বাস ও আস্থা সেই সম্পর্ককে আবার ফিরিয়ে আনতে পারব। তার ফলে জনশক্তির বাজার ফিরে পাব।

বৃহস্পতিবার দুপুরে এরশাদের প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এরশাদ এ আশা প্রকাশ করেন।

এরশাদ বলেন, ‘বিগত দিনের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে সম্ভাবনাময় বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর একটি গুরু দায়িত্ব অর্পণ করেছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অতীতের যত গ্লানি ভুলে গিয়ে গৌরবময় অধ্যায়কে পথ ও পাথেয় হিসেবে ধরে নিয়ে আমাদের আগামী দিনের পথ চলা শুরু করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই চলার পথে আমাকে যে সহযাত্রীরূপে সঙ্গে নিয়েছেন- আমি তার মর্যাদা রক্ষা করতে সদা সচেষ্ট থাকব। জাতির স্বার্থে এবং দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য আমি নিবেদিতভাবে কাজ করার চেষ্টা করব। ’

(দ্য রিপোর্ট/সাআ/এমডি/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর