thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা, আটক ৭

২০১৪ জানুয়ারি ২৩ ১৫:৩৮:১৮
সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা, আটক ৭

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও একটি গোয়ালঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শক্রমর্ধন গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হামলায় ৬ জন আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল মুকিত চৌধুরী দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খাস জায়গার একটি খাল নিয়ে গ্রামের রণজিত রুদ্র ও লোকমান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে। সালিশের এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর